শিক্ষার আলো ডেস্ক
২০২০-২১ শিক্ষাবর্ষের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষার ফলাফলে বড় ধরনের ভুল করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আসার পর ফল স্থগিত করে তা সংশোধন করা হয়েছে। তবে একদিনের জন্য মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গ হয়েছে।
গত বুধবার (১৭ নভেম্বর) রাতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে বুটেক্স। ফল প্রকাশের পর থেকেই ফল নিয়ে গড়মিলের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। সব মহল থেকে অভিযোগ আসায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ফল স্থগিত করা হয়। এরপর শুক্রবার (১৯ নভেম্বর) সংশোধিত ফল প্রকাশ করে বুটেক্স।
শিক্ষার্থীদের অভিযোগ, সংশোধিত ফলে অধিকাংশ শিক্ষার্থীর মেধাক্রম পরিবর্তন হয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী প্রথম মেধাতালিকায় স্থান পেলেও দ্বিতীয় মেধাতালিকায় তাদের নাম আসেনি।
বুটেক্স সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার্থীদের খাতার ক্রমিক নম্বর সংক্রান্ত সমস্যার কারণে একজনের প্রাপ্ত নম্বর আরেকজনকে দিয়ে দেয়া হয়েছিল। এর কারণেই মূলত এ ধরণের সমস্যার সৃষ্টি হয়েছে। ফল নিয়ে কাজ করা টেকনিক্যাল টিমের কারণে এই সমস্যা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বুটেক্সের এক জ্যেষ্ঠ অধ্যাপক জানান, যে ভুলটি হয়েছে তার জন্য বুটেক্স কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছে। তবে ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এত বড় ভুলের কারণ খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। বিষয়টি নিয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে।
সূত্র মতে আরও জানা যায়, প্রথম মেধাতালিকায় ৩ হাজার ১৬ জনের মধ্যে ১ হাজার ৮০০ ক্ষেত্রে ভুল ধরা পড়ে। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীকে আরেকজনের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছিল। পরে তা সংশোধন করে নতুন মেধাতালিকা প্রকাশ করা হয়।
Discussion about this post