শিক্ষার আলো ডেস্ক
সরকারি-বেসরকারি স্কুলে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে— নিরপেক্ষ ও স্বচ্ছভাবে লটারি অনুষ্ঠানের জোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
শনিবার (২০ নভেম্বর) অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।
এতে বলা হয়, গত বছর কোনো কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ লটারি বর্হিভূত পরিচালনা কমিটির রেজুলেশন নিয়ে ভর্তি নিয়েছে।অর্থের বিনিময়ে অবৈধভাবে ভর্তি করা হয়েছে। এটি সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/অধ্যক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, চাকরিচ্যুতি করার ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, মেট্রোপলিটন সিটি এলাকায় সব শিক্ষার্থীর জন্য পরিবহনে হাফ ভাড়া নেওয়ার ব্যবস্থা করার জোর দাবি জানানো হয়েছে।
Discussion about this post