শিক্ষার আলো ডেস্ক
২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি সম্পূর্ণ সিলেবাসে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিসেম্বরের শুরুর দিকে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে।
সোমবার (২২ নভেম্বর) এসব কথা জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা হচ্ছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত বিষয়ের উপর। এর মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় গণিত ছাড়া বাকি তিনটি বিষয় থেকে প্রশ্ন করা হয়। এছাড়া ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয় থেকেও প্রশ্ন থাকে। এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রশ্ন প্রস্তুত কমিটির কাছে দেওয়া হবে। এরপর তারা যেভাবে ইচ্ছা প্রশ্ন করবেন।
সূত্র আরও জানায়, মেডিকেল ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার সম্ভাবনা নেই। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে মেধা যাচাই সম্ভব নয়। যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবেন তারা অনেক আগে থেকেই নিজেদের প্রস্তুত করছেন। এই অবস্থায় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসের আলোকেই হওয়ার সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হলেও এই সিলেবাসের আলোকে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নেই। তবে বিষয়টি নিয়ে বিএমডিসির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনায় আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হওয়ায় ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার দাবি শিক্ষার্থীদের।
Discussion about this post