নিজস্ব প্রতিবেদক
গতকাল সোমবার (২২ নভেম্বর) সারাদেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসির উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হওয়া দেড় ঘণ্টার এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩০৪৯ জন পরীক্ষার্থী। এদিন অনৈতিক পন্থা অবলম্বনের দায়ে দুজনকে বহিষ্কারের ঘটনাও ঘটেছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে একযোগে ২২০০ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। পরীক্ষায় ৪ লাখ ৮৪ হাজার ৬৩৫ জনের পরীক্ষা দেওয়ার কথা থাকলেও অংশ নেয় ৪ লাখ ৮১ হাজার ৫৮৬ জন।
এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৮৬৫ জন, চট্টগ্রামে ১৯০ জন, রাজশাহীতে ৪২৩ জন, বরিশালে ১৪০ জন, সিলেটে ১৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া দিনাজপুরে ৩৭৭ জন, কুমিল্লায় ৪৩৩ জন, ময়মনসিংহে ২৮৯ জন এবং যশোরে অনুপস্থিতির সংখ্যা ১৮৫ জন। এ দুই বিষয়ে কুমিল্লা ও বরিশাল শিক্ষাবোর্ডে ১ জন করে বহিষ্কারের ঘটনা ঘটেছে।
Discussion about this post