নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বেড়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত ছিল। এখন তা ৫ দিন বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।
যোগ্যতা থাকা সাপেক্ষে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা অনলাইনে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর এবং এসএসসি বা সমমান থেকে ১০ ও এইচএসসি বা সমমান থেকে ১০ নম্বর নিয়ে মোট ১২০ নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধাতালিকা করা হবে।
Discussion about this post