নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফল পুন:নিরীক্ষণের যাচাই-বাচাই চলছে। শিগগির পুন:নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আজ শনিবার (২৭ নভেম্বর) তিনি বলেন, গুচ্ছের ভর্তি পরীক্ষা ফল পুন:নিরীক্ষণের যাচাই-বাচাইয়ের কাজ শেষ পর্যায়ে। শিগগির ফল প্রকাশ করা হবে।
এর আগে গত ১১ নভেম্বর ফলাফল পুন:নিরীক্ষণের আবেদনের সময় শেষ হয়। এতে আবেদন করেছেন এক হাজার ৫০০ জনের বেশি ভর্তিচ্ছু। তখন পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, ‘ম্যানুয়াল’ পদ্ধতিতে পরীক্ষার খাতা পুন:নিরীক্ষণ করা হবে।
তথ্যমতে, গত ৭ নভেম্বর থেকে ফল পুন:নিরীক্ষণের আবেদন শুরু হয়। গুচ্ছ ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকেই শিক্ষার্থীরা পুন:নিরীক্ষণের আবেদন করেন। এজন্য প্রত্যেককে ২ হাজার টাকা করে ফি পরিশোধ করতে হয়েছে তাদের। তবে পুন:নিরীক্ষণ শেষে শুধু ফলাফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট ভর্তিচ্ছুদের সব ফি ফেরত দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর বাণিজ্য অনুষদের (সি ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মত আয়োজিত সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। তবে ‘ক’ ও ‘খ’ ইউনিটের ন্যায় ‘সি’ ইউনিটের ফলাফল ঘিরেও শিক্ষার্থীরা ছিল অসন্তুষ্ট। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ফলাফল পুন:নিরীক্ষণের সুযোগ করে দেয় কর্তৃপক্ষ।
Discussion about this post