নিজস্ব প্রতিবেদক
ইউল্যাব গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, পড়ালেখার বিকল্প পৃথিবীতে আর কিছু নেই। আর সাফল্যের মাপকাঠি কখনও মাপতে যাবেন না। কখনও যদি জীবনের টপে যান, যেখানে যেতে চেয়েছিলেন তারও উপরে— তখন সেখানে গিয়ে রিলাক্স যেন না করেন।
আজ সোমবার (২৯ নভেম্বর) বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মানুষ তখনই নিচে নামা শুরু করে যখন যে রিলাক্স করে। তাই রিলাক্স হচ্ছে পৃথিবীর সবযেচয়ে খারাপ জীনিস আবার মানুষের সবচেয়ে খারাপর সময়ে রিলাক্স থাকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয়ে আমাদের সমন্বয় থাকা জরুরি।
করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সমাবর্তনে সভাপতিত্ব করছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এতে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত রয়েছেন।
Discussion about this post