নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) থেকে শুরু হয়ে এ আবেদন চলবে ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬শ টাকা। আগ্রহী ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের ২২টি বিভাগে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইভিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির আবেদন আহ্বান করা হচ্ছে। কেবলমাত্র গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।
এজন্য আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।
Discussion about this post