শিক্ষার আলো ডেস্ক
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে সাইন্সল্যাব মোড়ে বিক্ষোভ শুরু করে তারা।
এর আগে গত কয়েক দিন আগে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে তারা। এর মধ্যে রাজধানীতে ৩ দিনের ব্যবধানে দুইজন শিক্ষার্থী নিহত হয়েছে।
গত সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে রামপুরা এলাকায় বাসের চাপায় মাঈনুদ্দিন ইসলাম (১৯) নিহত হয়। সে এ বছর একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলো। সে পশ্চিম রামপুরায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ফেরার পথে একটি অনাবিল বাস তাকে চাপা দেয়।
রামপুরা থানার উপ-পরিদর্শক মো. মারুফ গণমাধ্যমকে বলেন, রাত পৌনে এগারোটার দিকে ঘটনাটি ঘটে রামপুরা কাঁচাবাজারের সামনে। অনাবিল বাসের চাপায় একজন নিহত হন।
তিনি বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। অনেকে বলছে, যে নিহত হয়েছে, সে শিক্ষার্থী ছিল। তবে আমরা নিশ্চিত নই।
এর আগে গত ২৪ নভেম্বর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে ধাক্কা দেয় ডিএনসিসির একটি ময়লার গাড়ি। এ সময় গাড়িটি চালাচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী রাসেল খান। পরে ট্রাকটি জব্দ ও চালকের আসনে থাকা রাসেল খানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা শাহ আলম দেওয়ান পল্টন থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।
Discussion about this post