নিজস্ব প্রতিবেদক
‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর’ দেশের একামাত্র একাডেমিক জাদুঘর বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বুধবার (০১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, জাদুঘর ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক। জাদুঘরের মাধ্যমে মানুষ একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর হলো বাংলাদেশের একমাত্র একাডেমিক জাদুঘর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দসহ বিভিন্ন স্তরের গবেষকবৃন্দ তাঁদের গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এ জাদুঘর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করে উপাচার্য বলেন, বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জন বাঙালি জাতির জন্য পৃথিবীর বুকে শ্রেষ্ঠ অর্জন।
তিনি আরও বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে প্রজন্মের সন্তানেরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।
Discussion about this post