শিক্ষার আলো ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত একটি ‘রোড শো’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় নিরাপদ সড়কের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের একটি মহল উস্কানি দিচ্ছে। দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাদের আন্দোলনের বিষয়টিও খতিয়ে দেখতে হবে।
উল্লেখ্য, ছাত্রলীগের একটি অংশের নেতা-কর্মীদের লাঞ্ছনার পর মঙ্গলবার শিক্ষক অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছিলো শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আশংকায় গতকাল ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
Discussion about this post