নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম (সাবজেক্ট চয়েজ) পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
আজ রবিবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ২৮তম সভার সিদ্ধান্তক্রমে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে সাধারণ আসনে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণের সময়সীমা আগামী ৬ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
“এই সময়সীমার মধ্যে সাধারণ আসনে নিম্নে বর্ণিত ইউনিট/উপ-ইউনিটওয়ারী মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করতে পারবে। তবে যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী সাধারণ আসনে ইতােমধ্যে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করেছে তাদের নতুন করে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করার প্রয়ােজন নেই।”
গত ২৮ নভেম্বর থেকে অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম (সাবজেক্ট চয়েজ) পূরণ শুরু হয়। সাধারণ আসনের জন্য ‘এ’ ইউনিটে ১ থেকে ৮০০০ মেধাক্রম পর্যন্ত, ‘বি’ ইউনিটে ১ থেকে ৮৫৩৬ মেধাক্রম পর্যন্ত, ‘সি’ ইউনিটে ১ থেকে ৮০০ মেধাক্রম পর্যন্ত ও ‘ডি’ ইউনিটে ১ থেকে ৯৫৮৯ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।
তাছাড়া ডি-১ ও বি-১ উপ-ইউনিটে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী (সাধারণ ও কোটা) নির্দিষ্ট সময়ে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করতে পারবেন।
Discussion about this post