শিক্ষার আলো ডেস্ক
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীনতা, গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (৬ ডিসেম্বর) গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে সেমিনারটি একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।
এতে স্বাগত বক্তব্য রাখবেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেন। আলোচক হিসাবে উপস্থিত থাকবেন গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব।
আরও উপস্থিত থাকবেন জাতীয় কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, ডেইলি নিউএইজ-এর সম্পাদক নুরুল কবির, জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সভাপতি মো. রোকনুজ্জামান মনি।
Discussion about this post