শিক্ষার আলো ডেস্ক
কেন্দ্রীয় ছাত্রলীগের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সরকারি আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনার জেরে বন্ধ হওয়া আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) থেকে শর্তসাপেক্ষে হলগুলো খুলে দেওয়ার কথা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
এর আগে সোমবার রাতে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয় কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ বলেন, আইনশৃঙ্খলা কমিটি ও হোস্টেল স্টিয়ারিং কমিটির সঙ্গে সভা করে ছাত্রাবাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বৈধ শিক্ষার্থীরাই হলে অবস্থান করতে পারবে। রাত ৮টায় ছাত্রীদের ও রাত ১০টায় ছাত্রদের হলের গেট বন্ধ করে দেওয়া হবে। হলগুলো কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে। তাই সব শিক্ষার্থীকেই আইডি কার্ড সঙ্গে রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগ আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের ইউনিটকে জেলার অধীনস্থ ইউনিট হিসেবে ঘোষণা করে। কেন্দ্রীয় ছাত্রলীগের এমন সিদ্ধান্তের জেরে শনিবার দুপুরে মহানগর ও জেলা ছাত্রলীগের অনুসারীদের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য আবাসিক হল বন্ধের ঘোষণা করে।
Discussion about this post