শিক্ষার আলো ডেস্ক
২০২০-২১ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনে ভুল সংশোধনের সুযোগ দিয়েছে কতৃপক্ষ। আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা তথ্য হালনাগাদ করতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী।
পার্থ চক্রবর্তী জানান, যে সকল শিক্ষার্থী আবেদনে কোটা এবং ইউনিটে ভুল ইনপুট দিয়েছেন শুধু তারা আগামী রোববার সকাল ৯টা থেকে মঙ্গলবার রাত ১২টা (১২ থেকে ১৬ ডিসেম্বর) পর্যন্ত সেগুলো হালনাগাদ করতে পারবেন।
তিনি আরও বলেন, তথ্য হালনাগাদের পর ১৫ তারিখ থেকে সবাই পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। মনোনীতরা ভাইভার সময় অবশ্যই পেমেন্ট স্লিপ নিয়ে আসতে হবে।
Discussion about this post