নিজস্ব প্রতিবেদক
চলতি সপ্তাহে প্রকাশিত হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির মেধাতালিকা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মুশতাক আহমদ বলেন, আগামী ১০ তারিখের মধ্যে ভর্তি আবেদনের ফলাফল প্রকাশিত হবে। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধাক্রম অনুযায়ী র্যাঙ্ক প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, এক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলাফলের কোনো নম্বর যোগ হবে না। তারপর ভর্তির তারিখ নির্ধারণ করা হবে। ভর্তির দিন মেধাক্রম ও সিট খালি থাকা সাপেক্ষে বিভাগ পছন্দের শর্ত পূরণে শিক্ষার্থীরা নিজের পছন্দ অনুযায়ী বিভাগ নির্ধারণ করতে পারবে।
এর আগে, গত ২১ নভেম্বর সকাল ১০টা থেকে ভর্তি আবেদন শুরু হয়ে ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলে। বিশ্ববিদ্যালয়ের দুইটি ইউনিটে ১ হাজার ৬৮৭ আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ হাজার শিক্ষার্থী।
Discussion about this post