নিজস্ব প্রতিবেদক
অভিভাবকদের অনুরোধে আগামী ২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।নতুন সময়সূচি অনুসারে, সরকারি স্কুলে ১০ ডিসেম্বর পর্যন্ত আর বেসরকারি স্কুলে ১৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) বুধবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
মাউশি জানায়, এবারও লটারির মাধ্যমে স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারি মাধ্যমিক স্কুলে ১৫ ডিসেম্বর ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ১৯ ডিসেম্বর ডিজিটাল লটারি হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারি স্কুলের ভর্তি লটারি আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হবে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল ভর্তি লটারি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২৫ নভেম্বর বেলা ১১টা থেকে স্কুলে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছিল, তা ৮ ডিসেম্বর বুধবার বিকেল ৫টা পর্যন্ত চলার কথা ছিল।
Discussion about this post