নিজস্ব প্রতিবেদক
দেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৪ লাখ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে। গত ১ নভেম্বর থেকে স্কুল-কলেজের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। শিক্ষার্থীদের ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল-কলেজের ১৩ লাখ ৯৬ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১১ লাখ ৮৯ হাজার ৫৪০ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ৭ হাজার ১০ জন।
তথ্যমতে দেশে গত ২৭ জানুয়ারি থেকে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতেদর সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড এস্ট্রেজেনেকার টিকা নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করেছেন ৭ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ১২৪ জন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৩৩ লাখ ৯৪ হাজার ১৯৩ জন, পাসপোর্টের মাধ্যমে ১ কোটি ১০ লাখ ৭ হাজার ৭৭ জন এবং জন্মনিবন্ধন সনদের মাধ্যমে নিবন্ধন করেছেন ২ লাখ ৭১ হাজার ৪৫ জন।
Discussion about this post