শিক্ষার আলো ডেস্ক
আগামী এক বছরের জন্য রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের আবাসিক হলের কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের দুই সদস্য বিশিষ্ট (সভাপতি ও সাধারণ সম্পাদক) কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি এসএম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হলগুলোতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন-নবাব সিরাজুদ্দৌলা হলের সভাপতি মো. মারুফ হাসান সনেট ও সাধারণ সম্পাদক মাসুদ আলম। কবি কাজী নজরুল ইসলাম হলের সভাপতি এস এম সজিব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান। শেরেবাংলা হলের সভাপতি মো. উজ্জ্বল হোসেন ও সাধারণ সম্পাদক রিফাত শেখ। বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি আসিফা আক্তার জামিয়া ও সাধারণ সম্পাদক আকিলা কাদের সূচনা। কৃষকরত্ন শেখ হাসিনা হলের সভাপতি সাবেরী আনোয়ার ও সাধারণ সম্পাদক দিল জাহান জিনিয়া।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ নভেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এসএম মাসুদুর রহমান মিঠুকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি ১৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
নিয়মানুযায়ী ২০১৮ সালের ২৮ নভেম্বর কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা। মেয়াদ উত্তীর্ণ হলেও ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি ২২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের চার বছর পর এই হল কমিটি দেওয়া হয়।
Discussion about this post