শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষে বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতার ১৬তম আসরের চূড়ান্ত পর্বে অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের সাঁতার দলের আট সদস্য। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাবি সাংবাদিক সমিতিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তাদের অধিনায়ক সাইফুল ইসলাম রাসেল।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ পর্যটন বোর্ডের সহায়তায় এবারের আসর অনুষ্ঠিত হবে। পানিতে ডুবে মৃত্যু থেকে রক্ষা পেতে সচেতনতার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে এবারের আয়োজন। গত ২৩ নভেম্বর ও ৩ ডিসেম্বর ঢাকায় এবং ৪ ডিসেম্বর রংপুরে দুই পর্বের বাছাই পর্বের মাধ্যমে উত্তীর্ণ ৮০ জন সাঁতারু চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন।
ঢাবি সাঁতার দলের অধিনায়ক সাইফুল ইসলাম রাসেলের আশা, বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার মাধ্যমে মানুষকে সাঁতারের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সাঁতার না জানার কারণে মৃত্যুহার কমানো সম্ভব হবে। তিনি আন্তর্জাতিক অঙ্গনে ঢাবি’কে প্রতিনিধিত্ব করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আশা করছি, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্রজেন দাসের মতো আমরাও একদিন ইংলিশ চ্যানেল পাড়ি দেবো।’
সাইফুল ইসলাম রাসেল ২০১৮-২০ মৌসুমে সিঙ্গেল ও ২০২১ সালে ডাবল, ইংরেজি বিভাগের আবু তাহের, লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নাজমুল হোসাইন সুজন, সমাজকল্যাণ ইনস্টিটিউটের সাইফুল ইসলাম তপু, সমাজবিজ্ঞান বিভাগে এবাদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রওনক ইসলাম, আইন বিভাগের আবু বক্বর সিদ্দিক একবার করে বাংলা চ্যানেল পাড়ি দেন। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের মো. ইশতিয়াক উদ্দিন প্রথমবারের মতো বাংলা চ্যানেল পাড়ি দেবেন।
Discussion about this post