শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশের শিক্ষার্থী ও স্কলারদের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার কর্মসূচি চলমান রয়েছে। এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি।
আগামী বছর (২০২২ সাল) ফুলব্রাইট স্কলারশিপের জন্য আবেদনের সময়সীমাও ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ২১ ডিসেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।
ঢাকার মার্কিন দূতাবাসের একটি সূত্র জানায়, বাংলাদেশের শিক্ষার্থী ও স্কলারদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ চালু রয়েছে। তবে এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের নাগরিক, শিক্ষার্থী, গবেষক ও পণ্ডিতদের বৃত্তি নিয়ে বাংলাদেশে আসার কর্মসূচি বন্ধ আছে। সেটা ফুলব্রাইট কর্মসূচির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
২০১৬ সালের ১ জুলাই ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের নাগরিক, শিক্ষার্থী ও স্কলারদের এই বৃত্তিতে বাংলাদেশে আসা বন্ধ আছে।
Discussion about this post