নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি পুরো সিলেবাসে নেয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বুধবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
তিনি বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস অনুমোদন করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। মন্ত্রণালয়ের নির্দেশনার পর বিএমডিসি বৈঠক করে সিলেবাস প্রণয়ন করে। তবে এ বিষয়ে এখনো মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
এইচএসসি পরীক্ষা শেষের দিকে, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। সেজন্য তাদের দ্রুত এ বিষয়ে জানিয়ে দেয়া প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি আরও বলেন, আমরা বিষয়টি মন্ত্রণালয়কে জানাব। আশা করছি তারা দ্রুত এ বিষয়ে একটি নির্দেশনা দেবেন।
এদিকে আগামী বছরের মার্চ অথবা এপ্রিল মাসে ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির খসড়া নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নীতিমালাটি অনুমোদনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষের এক মাসের মধ্যে ফল ঘোষণা করা হবে। এরপর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য দরপত্র আহবান করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এই প্রক্রিয়া শেষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বৈঠক করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Discussion about this post