শিক্ষার আলো ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সজ্জায় সাজানো হয়েছে পুরো ক্যাম্পাসকে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই পুরো ক্যাম্পাস বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়ে যায়।
এ ছাড়াও দিবসটিতে দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, সকাল ৭টা ৫০ মিনিটে ও ৮টা ৩০ মিনিটে শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় বিজয় শোভাযাত্রা, সকাল ১০টা ৩০ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সকাল ১১টা ৩০ মিনিটে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরপর বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলে।
এদিকে দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ইউনিভার্সিটি সেন্টার, আবাসিক হল, কিলোরোড সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়।
Discussion about this post