শিক্ষার আলো ডেস্ক
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাইকেল র্যালি ‘বিজয় রাইড’ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জেইউ সাইক্লিস্ট’ নামে একটি সংগঠন এ রাইডের আয়োজন করে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে রাইডটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ঘুরে পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শহীদ মিনারে এসে শেষ হয়। এতে ক্যাম্পাসের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন ।
রাইডে অংশগ্রহণকারী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুজাহিদ বান্না বলেন, ‘সাইকেল হচ্ছে স্বাধীন বাহন, যা পরিবেশবান্ধব। এমন একটি বাহন দিয়ে বিজয় দিবস উদযাপন করেছি, যা অবশ্যই আনন্দের। সবাইকে আমরা ব্যয়বহুল ও পরিবেশ বিনষ্টকারী জ্বালানির যানবাহন ছেড়ে সাইকেলে চড়ে বিভিন্ন গন্তব্যে যেতে উৎসাহ দেই। এতে আপনি নিজে যেমন ভালো থাকবেন, তেমনি পরিবেশও ভালো থাকবে।’
Discussion about this post