শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ, প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় ওয়েবিনার আয়োজন করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (বিটিসিএলএফ)।
বিটিসিএলএফের চবি সভাপতি মো. রাফছানের সভাপতিত্বে অনুষ্ঠানে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. মো. আনোয়ারুল ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এ সংগঠনটি।
Discussion about this post