শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উত্তরায়ণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংগঠনের উপদেষ্টা ২০২২ সালের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে শম্পা বড়ুয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রিমা নাথকে মনোনীত করা হয়।
এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চবির কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী।
সংগঠনের সহ-সভাপতি মৈত্রী সাহা ও মো. শামীম, সহ-সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার ও শীলা চাকমা, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন হৃদয়, অর্থ সম্পাদক মনীষা দাশ, সহ-অর্থ সম্পাদক হাফসা বিনতে খায়ের ও ঋতু দেবী বৃষ্টি, প্রচার সম্পাদক নিশাত নাওয়াল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শতাব্দী চৌধুরী ও লুবনা নূর, দপ্তর সম্পাদক চৈতি মৃত্তিকা, সহ-দপ্তর সম্পাদক উর্মি দাশগুপ্ত এবং দেবপ্রসাদ ভৌমিককে মনোনীত করা হয়েছে।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, শাহ পরান হোসাইন সজীব, আশরাফুল হিমেল, সালাম উদ্দিন, নাফিজা খানম ঋতু, উপমা ইতি এবং আয়মান সামিহা।
Discussion about this post