শিক্ষার আলো ডেস্ক
চলতি মাসে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা বলা হলেও সেটি সম্ভব হচ্ছে না। তবে ডিসেম্বর মাসেই ফল প্রকাশ করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরপরই পরীক্ষকদের কাছে খাতা পাঠিয়ে দেওয়া হয়েছে। খাতা দেখে নম্বর জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়ও বেধে দেওয়া হয়েছিল। পরীক্ষকরা সে অনুযায়ীই নম্বরগুলো বোর্ডে জমা দিয়েছে। তবে এখনো নম্বরগুলো সফটওয়্যারে ইনপুট দেওয়ার কাজ শেষ হয়নি।
সূত্র আরও জানায়, এবার কেন্দ্রীয় ভাবে একটি স্বতন্ত্র সফটওয়্যারের মাধ্যমে ফল প্রস্তুত করা হচ্ছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সফটওয়্যারের মাধ্যমে নম্বর ইনপুট দেওয়ার কাজ শেষ করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করবে আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে যোগাযোগ করে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চাইবেন। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ শুক্রবার (১৭ ডিসেম্বর) জানান, এসএসসির ফল প্রস্তুতের কাজ জোরেশোরে চলছে। আশা করছি চলতি মাসের মধ্যে ফল প্রকাশ করতে পারবো। তবে বিষয়টি নির্ভর করছে মাননীয় প্রধানমন্ত্রী কোনদিন সময় দেবেন তার ওপর।
এদিকে আগামী সপ্তাহের যে কোন দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে দেশের মূল ধারার গণমাধ্যমসহ বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রচার করা হয়। তবে প্রকাশিত সংবাদের কোনো সত্যতা নেই বলে ঢাকা শিক্ষা বোর্ডের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, কিসের ভিত্তিতে তারা এমন নিউজ ছাপিয়েছে সেটি আমার জানা নেই। ফল তৈরির কাজই এখনো শেষ হয়নি। ফল তৈরির পর প্রধানমন্ত্রীর সিডিউল নিতে হবে। এরপর ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী সময় দেয়ার আগে কবে ফল প্রকাশ করা হবে সেটি বলা মুশকিল।
Discussion about this post