শিক্ষার আলো ডেস্ক
নোয়াখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাহের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতু। এই ঘটনায় ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।।
ওই ট্রাক চালকের নাম মো. সাহাব উদ্দিন ওরফে শিপন (২৪)। সে কুল্লিার চৌদ্দগ্রাম এলাকার ১০নং বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. বেলালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, ওই শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় দায়েরের পর সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (১৯ ডিসেম্বর) তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এর আগে গতকাল বেলা সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ীতে ইটবোঝাই ট্রাক সাবরিনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে আমরা হাইওয়ে থানার পুলিশকে জানিয়েছি, তারা এসে আইনানুগ ব্যবস্থা নেবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি৷ আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি, থানায় কথা বলেছি। মৃতদেহ যেন পোস্টমর্টেম না করা হয়, সে বিষয়ে কথা বলছি।
এদিকে সাবরিনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। শোক প্রকাশ করেছেন বিভাগের শিক্ষকগণ। এদিকে সহপাঠীর এমন মৃত্যুতে মর্মাহত শিক্ষার্থীরাও
Discussion about this post