চট্টগ্রাম: দেশে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থাকা কর্মসূচিতে গরিবদের ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে তারুণ্যের সংগঠকদের নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ করে বিভিন্ন বস্তির ১৫০টি পরিবারে ত্রাণ পৌঁছে দেওয়া হয়।
এ সময় তারুণ্যের সভাপতি আবদুর রশীদ লোকমান, সংগঠক আইয়ুব চৌধুরী, জাহেদ আলম, রাশেদুল ইসলাম রাশু, আক্তারুজ্জামান বাবলু, মোহাম্মদ মহিউদ্দিন, এসএম আরজু, মোহাম্মদ জয়নাল আবেদিন, ইমরান হোসেন আরেফিন, মোহাম্মদ আসিফ উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৫ কেজি চাল, ১কেজি ডাল, ২ কেজি আলু, আধা লিটার তেল, লবণ, ডেটল সাবান ও মাস্ক।
Discussion about this post