নিজস্ব প্রতিবেদক
আগামীকাল সোমবার (২০ ডিসেম্বর) তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষের দ্বিতীয় দফায় ভর্তি কার্যক্রম শুরু হবে। সকাল সাড়ে ৯টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। এদিন ‘ক’ গ্রুপে মেধাতালিকার ৩০৮১ থেকে ৪৫০০ পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে মেধাতালিকার ১০১ থেকে ৩০০ পর্যন্ত থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।
প্রকৌশল গুচ্ছের এসব প্রতিষ্ঠান হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
জানা গেছে, শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত হয়ে নিরীক্ষা কমিটির কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। পরদিন মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিভাগ বরাদ্দের তালিকা দেখে তারা ভর্তি হতে পারবেন। তবে ওইদিন ভর্তি না হলে সিটটি খালি বলে গণ্য হবে এবং শিক্ষার্থী ভর্তির পর সিট খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে আবার একটি নোটিশ দেওয়া হবে।
এর আগের প্রথম ধাপের ভর্তির জন্য ‘ক’ গ্রুপে মেধাতালিকার ১ থেকে ৩০৮০ জনকে এবং ‘খ’ গ্রুপে প্রথম ১০০ জনকে ভর্তির জন্য আহ্বান করা হয়েছিল। সেখান থেকে ‘ক’ গ্রুপের ২০৯০ জন এবং ‘খ’ গ্রুপের ০৮ জনের জন্য বিভাগ বরাদ্দের তালিকা দেওয়া হয়। তাদের মধ্যে ‘ক’ গ্রুপে ২০৬৫ জন ও ‘খ’ গ্রুপে ৮ জন ভর্তি হয়েছিলেন।
আসন ফাঁকা থাকা সাপেক্ষে দ্বিতীয় ধাপের ভর্তির জন্য মেধাতালিকার ক্রম গত ৬ ডিসেম্বর প্রকাশ করা হয়। তাদের ভর্তি কার্যক্রম আগামীকাল শুরু হবে।
এ বছর চুয়েটের ৯০১টি, কুয়েটের ১০৬৫টি এবং রুয়েটের ১২৩৫টি মিলিয়ে মোট ৩২০১টি (স্থাপত্যসহ) আসনের বিপরীতে প্রতিষ্ঠানগুলো তাদের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সম্মিলিতভাবে গ্রহণ করে।
গত ১৩ নভেম্বর একযোগে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ক’ গ্রুপে ২২ হাজার ৬১০ জন এবং ‘খ’ গ্রুপে ৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ১৮ নভেম্বর এ পরীক্ষার ফল প্রকাশিত হয়। যেখানে ‘ক’ গ্রুপের ১৪ হাজার ৯৮৯ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ৬৫৬ জনের তালিকা প্রকাশ করা হয়।
Discussion about this post