শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম শিক্ষার্থী হিসেবে সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন মো. সালাহ উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার (২০ ডিসেম্বর) কক্সবাজার জেলার টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার সাঁতার কেটে পার হন তিনি।
সালাহ উদ্দিনের সঙ্গে এ সাঁতারে অংশ নিয়েছেন চবির আরও দুই শিক্ষার্থী। তারা হলেন- স্পোর্টস সায়েন্স বিভাগের শফিউল হাসান ও পালি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের উজ্জ্বল চৌধুরী।
এর আগে, দুই দফা বাছাই পর্বে অংশগ্রহণ করে এ তিন শিক্ষার্থী বাংলা চ্যানেল পাড়ি দিতে মনোনীত হন।
বাংলা চ্যানেল পাড়ি দিতে চার ঘণ্টা ৩১ মিনিট সময় নিয়েছেন মো. সালাহ উদ্দিন। সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু করে দুপুর ৩টা ১৬ মিনিটে ১৬ দশমিক ১ কিলোমিটার পাড়ি দেন তিনি।
চবির পরিসংখ্যান বিভাগের সাবেক এক শিক্ষার্থীও বাংলা চ্যানেল পাড়ি দেন এদিন। তবে তিনি সালাহ উদ্দিনের চেয়ে বেশি সময় নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত চবির বাকি দুই শিক্ষার্থী এখনও তাদের সাঁতার শেষ করেননি।
সালাহ উদ্দিনের বন্ধু মিঠুন বলেন, আমি সালাহ উদ্দিনের সঙ্গেই আছি। মাত্রই সাঁতার শেষ করলেন তিনি। আমরা এখানকার রেকর্ড ঘেঁটে দেখেছি এর আগে কোনো চবিয়ান বাংলা চ্যানেল পাড়ি দেননি। সালাহ উদ্দিনই প্রথম।
Discussion about this post