শিক্ষার আলো ডেস্ক
বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া স্টার্ট নেবে না কোনো গাড়ি, এমনই একটি ডিভাইস উদ্ভাবন করেছে উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনা রোধে, দুই বছরের চেষ্টায় এই সফলতা অর্জন করেন বেলায়েত হোসাইন আনসারি নামের এ তরুণ।
২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের তিন বছর পর আবারো রাস্তায় শিক্ষার্থীরা। সড়কে মৃত্যুর মিছিল থামাতে কোন উদ্যোগই যেন কাজে আসছে না। সেবার আন্দোলনে ড্রাইভারদের অদক্ষতার বিষয়টি প্রকটভাবে ধরা পড়ে। কেউ সড়কের নিয়ম মানছেন, কারো বা নেই ড্রাইভিং লাইসেন্স।
আবার কারো কারো জ্ঞান নেই সড়কের সিগন্যাল সম্পর্কে। এসব কারণে প্রতিদিনই রাজধানীর সড়কে ঝরে পড়ছে বহু প্রাণ, অনেককে বেছে নিতে হচ্ছে পঙ্গুত্ব। তাই সড়কে যাতে বৈধ লাইসেন্স প্রাপ্ত নির্দিষ্ট ব্যক্তিই গাড়ি চালাতে পারেন, সেজন্যই অভিনব এই ডিভাইস উদ্ভাবন করেছেন শিক্ষার্থী বেলায়েত হোসেন আনসারী।
ডিভাইসটির উল্লেখযোগ্য বৈশিষ্ট হলো, এটি বিআরটিএ’র তথ্য ভান্ডারের সঙ্গে যুক্ত হলে, নিয়ম ভঙ্গকারি চালককে সহজেই চিহ্নিত করতে পারবে। এই উদ্ভাবনকে স্বাগত জানিয়ে বুয়েটের সহকারি অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, এখন সময়ের দাবি সড়ক দূর্ঘটনা রোধে এ ধরণের প্রযুক্তি ব্যবহারের।
প্রায় দুই বছরের চেষ্টায় এই ডিভাইস তৈরিতে আনসারির খরচ হয়েছে সাড়ে সাত হাজার টাকা। সার্বিক সহায়তা পেলে, ডিভাইসটি স্মার্ট ও খরচ অর্ধেকে নামিয়ে আনা যাবে বলে জানালেন উদ্ভাবক বেলায়েত হোসাইন।
অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকেরা যাতে রাস্তায় গাড়ি নিয়ে নামতে না পারে এবং দুর্ঘটনা কমিয়ে আনা যায়, সে লক্ষ্যে সারাদেশে এই যন্ত্রাংশটি ছড়িয়ে দিতে চান আনসারি।
Discussion about this post