শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২০-২১ সালের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্তে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নিয়ামুল আহসান গাজীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদক টিম অভিযোগের বিষয়ে বুটেক্স উপাচার্য অধ্যাপক আবুল কাশেম, ভর্তি কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করেন।
এসময় তারা দুদক টিমকে জানায়, গত ১৭ নভেম্বর বুটেক্সে ২০২০-২১ সালের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষায় রেজাল্ট তৈরিতে ব্যবহৃত সফটওয়ারের ত্রুটি ধরা পড়ে। পরদিন ১৮ নভেম্বর তা প্রত্যাহার করে ত্রুটি সংশোধনপূর্বক সংশোধিত ফল প্রকাশ করে। ভর্তি কমিটি ল সভার সিদ্ধান্ত মোতাবেক পুনরায় ফল প্রকাশ করেছে।
দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র খতিয়ে দেখে। অভিযোগের সঙ্গে সম্পর্কযুক্ত রেকর্ডপত্র অভিযোগকারী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে টিম সংগ্রহে নেয়। সংহগৃহীত তথ্য পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দেবে টিম।
Discussion about this post