নিজস্ব প্রতিবেদক
আগামী ১৬ জানুয়ারি থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। বুধবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আগামী ১৬ জানুয়ারি থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে আরও বলা হয়, ক্লাস শুরু সংক্রান্ত বিস্তারিত একাডেমিক ক্যালেন্ডার যথাসময়ে প্রণয়ন করা হবে। এছাড়া শিক্ষার্থীদের নির্ধারিত হলচার্জ এখন থেকে বছরে একবারের পরিবর্তে দুই ভাগে প্রতি টার্মে কোর্স রেজিস্ট্রেশনের সময় গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, সব স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্র বিষয়ক পরিচালক, সব হলের প্রভোস্টরা এবং আইসিটি সেলের পরিচালক উপস্থিত ছিলেন।
Discussion about this post