নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছয় শিক্ষার্থী।
বুধবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবিব জানান, ২০১৯ সালে সর্বোচ্চ ফলাফলের ওপর ভিত্তি করে তাদের এ পদক দেওয়া হচ্ছে।
পদক প্রাপ্তরা হচ্ছেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শোয়েব মোহাম্মদ, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সাবনীল বিশ্বাস, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সায়েদুন্নেছা নিশি, বিজ্ঞান অনুষদের মো ইসমাইল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের মো. আতিকুর রহমান, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের মো. রায়হান চৌধুরী।
Discussion about this post