শিক্ষার আলো ডেস্ক
জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। তারা আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশে যুক্ত হবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) শিক্ষক মহাজোটের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়করণ হওয়া দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেলের অর্থ ফেরত দিতে হবে। এ সংক্রান্ত গত বছরের ১২ অক্টোবরের আদেশ বাতিল করা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জাতীয়করণ-২০১৩ নীতিমালা অনুযায়ী ৫০ শতাংশ শিক্ষককে জ্যেষ্ঠতা দেওয়া ও স্কুল ম্যানেজিং কমিটির মাধ্যমে পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি বাস্তবায়ন করতে হবে।
এতে আরও বলা হয়, দাবি বাস্তবায়নে আগামীকাল (২৮ ডিসেম্বর) সারাদেশের সব জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঢাকায় আসবেন। তারা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বেলা ১১টায় একত্রিত হয়ে আন্দোলন শুরু করবেন।
এ বিষয়ে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী সোমবার বলেন, তিন দফা দাবি আদায়ে বিভিন্ন সময়ে আমরা আন্দোলন করলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ কারণে পূর্ব-ঘোষণা অনুযায়ী আগামীকাল দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ঢাকায় উপস্থিত হবেন। সবার উপস্থিতিতে সকালে জাতীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়ে তারা শিক্ষক মহাসমাবেশ করবেন।
তিনি বলেন, আমরা সব ধরনের লজ্জা ও ভয় ভুলে লাগাতার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Discussion about this post