নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
এই মেধাতালিকাসহ বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd ) পাওয়া যাচ্ছে।
এর আগে গত ৭ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। আর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয় ১৯ ডিসেম্বর। আসন সংখ্যা ফাঁকা থাকায় আহ তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হলো।
জানা যায়, এ ইউনিটে ২৩ হাজার ৯৫৫ জন, বি ইউনিটে ৯ হাজার ৯৪০ জন এবং সি ইউনিটে ৭ হাজার ৭৬২ জন ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়। আবেদনের সময়সীমা একবার বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়। । শিক্ষার্থীরা ৬০০ টাকা ফি দিয়ে আবেদন করার সুযোগ পেয়েছিলেন।
Discussion about this post