শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাবির ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি পুরো সিলেবাসে হবে সে বিষয়ে ডিনস কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (২৯ ডিসেম্বর) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
ঢাবি উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি পুরো সিলেবাসে হবে সে বিষয়ে সংশ্লিষ্ট ইউনিটের ডিনবৃন্দ সিদ্ধান্ত নেবেন। তারা আলোচনার প্রেক্ষিতে ঠিক করবেন কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, আমরা মূলত শিক্ষার্থীদের যে পাঠ্যক্রম সে অনুযায়ীই ভর্তি পরীক্ষা নিয়ে থাকি। ফলে এবারও পাঠ্যক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উপাচার্য পরিষদের সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে। ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নাকি পুরো সিলেবাসে হবে সেটিও এই বৈঠকে ঠিক করা হবে।
বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় পরিষদ। ওই সভায় কোন বিশ্ববিদ্যালয় কবে ভর্তি পরীক্ষা নিতে চায় সেটি জানাবে। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র জানায়, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। সে হিসেবে জানুয়ারি মাসের শেষ দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপর বৈঠক করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Discussion about this post