নিজস্ব প্রতিবেদক
আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হলে আগামী সপ্তাহে নতুন শপথ পাঠ হবে দেশের মাদ্রাসাগুলোতে। ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় নতুন এ শপথটি পাঠের নির্দেশ দেয়। স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শপথ নেবে দেশের সব শিক্ষার্থী।
যে শপথ নেবে শিক্ষার্থীরা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।
আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।
জানা গেছে, এখনও মাদ্রাসাগুলোতে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। এছাড়া দেশের অনেক স্থানে উপজেলা নির্বাচন চলমান থাকায় ক্লাস শুরু হয়নি। ভর্তি, বই বিতরণ শেষে পুরোদমে ক্লাস শুরু হবে আগামী সপ্তাহে। সে সময় থেকে মাদ্রাসাগুলোতে যেন নতুন শপথ পাঠ হয়, এজন্য বৈঠক করেছে মাদ্রাসা অধিদফতর। প্রতি দিনের সমাবেশে বাধ্যতামূলকভাবে শপথ পাঠের নির্দেশনা দেবে অধিদফতর।
সিলেটের কাজিরচাক নেসারিয়া দাখিল মাদ্রাসার কর্মকর্তা আবু জাফর বলেন, ‘আমাদের এখানে উপজেলা নির্বাচনের জন্য ক্লাস বন্ধ আছে। নির্বাচন শেষ হলে ক্লাস শুরু হবে। তখন সরকারি নির্দেশনা অনুযায়ী শপথ পাঠ হবে।’
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইংলিশ মিডিয়ামসহ দেশের সব স্কুলে প্রতি দিনের সমাবেশে জাতীয় সংগীতের পর শিক্ষার্থীদের এ শপথ নিতে বলা হয়েছে। দেশে বিভিন্ন স্তরের পাঁচ হাজার ২১০টি আলিয়া মাদ্রাসা রয়েছে।
মাদ্রাসা অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জিয়াউল আহসান বলেন, ‘শপথ যেন সব মাদ্রাসায় পাঠ করানো হয়, এজন্য আমরা নির্দেশনা দেবো। আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হলেই শপথ পাঠ শুরু হবে। ঠিকমতো পাঠ হয় কিনা সেটাও আমরা মনিটরিং করবো।’
Discussion about this post