নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) যেসব শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন তাদের এনআইডি নম্বর দেওয়া হবে। আগামী রোববার (৯ জানুয়ারি) ও সোমবার (১০ জানুয়ারি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে এনআইডি নম্বর সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবীর হোসেন।
তিনি বলেন, যেসব শিক্ষার্থী এনআইডির জন্য আবেদন করেছেন তাদের আগামী রোববার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এনআইডি নম্বর দেওয়া হবে। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে শিক্ষার্থীরা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে এনআইডি নম্বর সংগ্রহ করতে পারবেন।
Discussion about this post