শিক্ষার আলো ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন ও সবশেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন শাবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক উপ দফতর সম্পাদক সজিবুর রহমান, সাবেক উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সাবেক সদস্য মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, সাব্বির হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সরকার, সামাজবিজ্ঞান বিভাগের সভাপতি রেজাউল হক সিজারসহ শাবি ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
Discussion about this post