নিজস্ব প্রতিবেদক
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে রেকর্ড সংখ্যক জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে শিক্ষার্থীরা। এছাড়া পাসের হারও ছিল গত বছরের তুলনায় ৬ দশমিক ৩৭ শতাংশ বেশি। এ বছর পাসের হার হচ্ছে ৯১ দশমিক ১২ শতাংশ, যেখানে গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৭৫ শতাংশ। এবছর পাস করেছে এক লাখ ৪৪ হাজার ৫৫০ শিক্ষার্থী।
পাসের হার বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কলেজগুলোতে মোট দুই হাজার আসন বাড়ানো হবে। নগরীর আট সরকারি কলেজে প্রায় ২০০ আসন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখা সূত্রে জানা যায়, নগরীর আট সরকারি কলেজে আসন সংখ্যা ৯ হাজার ৩০০। এরমধ্যে বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা ৩ হাজার ২৮৫, মানবিক বিভাগের আসন সংখ্যা ২ হাজার ৪৫৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের আসন সংখ্যা ৩ হাজার ৫৬০। এসব কলেজের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগে প্রায় ২০০টি আসন বাড়ানো হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক বলেন, চাহিদার প্রেক্ষিতে কিছু কিছু কলেজে আমরা আসন বাড়াবো। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৭০টি কলেজ রয়েছে। ইতোমধ্যে আমরা কিছু কলেজ থেকে আসন বাড়ানোর চাহিদা পেয়েছি, এসব চাহিদা যাচাই-বাছাই চলছে। সব কলেজে তো আসন সংখ্যা বাড়ানোর সুযোগ নেই।
এসব চাহিদার প্রেক্ষিতে মোট দুই হাজারের মত আসন সংখ্যা বাড়ানো হবে। তিনি আরো বলেন, নগরীর ৮টি সরকারি কলেজে মোট ৯ হাজার ৩০০ আসন রয়েছে। এর বাইরে প্রায় ২০০ মত আসন বাড়ানো হবে। কোন কলেজে কত আসন এবং কোন বিভাগে কোন আসন বাড়ানো হবে তা ৮ জানুয়ারি জানা যাবে। কলেজে আসন বাড়ানোর তেমন সুযোগ নেই। এরপরও এবার যেহেতু পাসের হার বেড়েছে, তাই আমরা কিছু আসন বাড়ানোর চেষ্টা করছি।
নগরীর সরকারি ৮ কলেজের আসন সংখ্যা :
চট্টগ্রাম কলেজে মোট আসন ১ হাজার ৩০টি। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৬৫০ এবং মানবিক বিভাগে ৩৮০টি। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে মোট আসন ১ হাজার ৭২৫টি। এরমধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৬৫০টি, মানবিক বিভাগে ৪৬০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬১৫টি আসন রয়েছে। সরকারি সিটি কলেজের মোট আসন ২ হাজার ১২০টি। এরমধ্যে বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে ৬৫০টি। মানবিক বিভাগে দিবা ও বৈকালিক শাখায় আসন সংখ্যা ৭১০টি। একইভাবে ব্যবসায় শিক্ষা বিভাগে দিবা ও বৈকালিক শাখা মিলে আসন রয়েছে ৭৬০টি। সরকারি কমার্স কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৫০টি আসন রয়েছে। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে বিজ্ঞান বিভাগে ৪৯০টি, মানবিক বিভাগে ৩৭৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭০টি আসন রয়েছে। এছাড়া বাকলিয়া সরকারি কলেজে মোট আসন রয়েছে ১ হাজার ২৮৫টি। এরমধ্যে বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩৮০টি করে মোট ৭৬০টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫২৫টি আসন রয়েছে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০টি করে মোট ১৮০টি আসন রয়েছে। চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩৭৫টি, মানবিক বিভাগের জন্য ১৫০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫০টি আসন রয়েছে।
Discussion about this post