শিক্ষার আলো ডেস্ক
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ভাবমূর্তি অক্ষুণ্ন রাখাসহ অধিদপ্তরকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নিয়মিত মনিটরিংয়ের জন্য পেশাজীবী তিন সংগঠনের নেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
ইইডির প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ট্রেজারার শাহ্ নইমুল কাদেরকে আহ্বায়ক করে সম্প্রতি ছয় সদস্যের এ কমিটি গঠন হয় বলে জানা গেছে।
ইইডি জানিয়েছে, প্রধান কার্যালয়ে কর্মরত শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজের গতি বাড়াতে ও নিয়মিত মনিটরিং করতে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ও সরকারি কর্মচারী সমিতির নেতাদের সমন্বয়ে এ কমিটি হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন- নির্বাহী প্রকৌশলী মীর মোয়াজ্জেম হুসেন, সহকারী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উচ্চমান সহকারী মো. আজিজ উদ্দিন মিয়াজী ও সদস্য সচিব হিসেবে সহকারী প্রকৌশলী মো. জাফর আলী সিকদার।
কমিটি গঠন সভায় উপস্থিত বক্তারা বলেন, ইইডির প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমানের নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং রাজস্ব বাজেটের আওতায় বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার উন্নয়নকাজ সুষ্ঠু, সুন্দর মানসম্মতভাবে সম্পন্ন হচ্ছে। ইইডির পাশাপাশি স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমম্বয়ে গঠিত কমিটি মাঠ পর্যায়ের উন্নয়ন কাজগুলো সুষ্ঠুভাবে বাস্তুবায়নের জন্য কাজ করবে।
এতে একদিকে কাজের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ অপচয় রোধ হচ্ছে। বর্তমানে ইইডির অধীন সংস্থাসমূহের ৭৭ হাজার ২ শত ১৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে এ প্রতিষ্ঠানের নিজস্ব প্রকল্প-১৮টি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৮টি, মাদরাসা অধিদপ্তরের একটি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৮টি প্রকল্প রয়েছে। প্রতি বছরে রাজস্ব খাতের প্রায় এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ/বিদ্যমান ভবন সম্প্রসারণ এবং দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান ভবনের মেরামত ও সংস্কার কাজ করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজের পরিধির তুলনায় জনবল অত্যন্ত অপ্রতুল। গত বছর তিন হাজার ৮২১ জনবল সম্বলিত একটি অর্গানোগ্রাম অনুমোদন হয়েছে। সেসব পদে নিয়োগ প্রক্রিয়াধীন। বর্তমানে তিন হাজার ৮২১ জনবলের মধ্যে কর্মরত মাত্র ৮১০ জন।
Discussion about this post