শিক্ষার আলো ডেস্ক
চলতি মাসেই ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে কোন সময়ে ফল প্রকাশ করা হবে সেটি এখনো নির্ধারিত হয়নি।
পিএসসি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। জানুয়ারি মাসেই ফল প্রকাশ করা হবে। এই মাসের কোন সময় ফল প্রকাশ করা যায় সেটি ঠিক করতে আগামী সপ্তাহে ‘স্টেক হোল্ডার’দের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র আরও জানায়, স্টেক হোল্ডারের বৈঠকে নেয়া সিদ্ধান্তটি পিএসসি’র চেয়ারম্যানকে অবহিত করা হবে। এরপর তিনি সংস্থাটির সদস্যদের নিয়ে একটি বৈঠক করবেন। ওই বৈঠকে ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
এ প্রসঙ্গে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্মেদ বলেন, ৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশের বিষয় নিয়ে আগামী সপ্তাহে একটি বৈঠক রয়েছে। এরপরই ফল প্রকাশের সময় সম্পর্কে বলা যাবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮টি বিভাগীয় শহরের ৩৬৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী।
৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
Discussion about this post