শিক্ষার আলো ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে গুচ্ছ পরীক্ষায় উত্তীর্ণ ও ইবির প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার শেষ হয়েছে।
সাক্ষাৎকারে প্রথম মেধা তালিকায় ৩ ইউনিটের মোট ২০৯৫ আসনের মধ্যে ৪০৭ জন শিক্ষার্থী অংশ নেন।
যেখানে মোট আসনের ১৯ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ও ৮১ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত থাকেন। আগামী ১১ জানুয়ারি তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
তবে ১১ জানুয়ারির মধ্যে প্রথম মেধা তালিকায় থাকা অনুপস্থিত শিক্ষার্থীরা পুনরায় সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিট সমন্ময়কারী।
‘এ’ ইউনিট সমন্ময়কারী সূত্রে জানা গেছে, ৪ ও ৫ জানুয়ারি সাক্ষাৎকার শেষে ৬৪ জন শিক্ষার্থী অংশ নেন। ‘এ’ ইউনিটে মেধা তালিকায় মোট ৯৭৫ জন শিক্ষার্থীকে রাখা হয়। যেখানে ৯১১ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।
‘সি’ ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড আব্দুস সামাদ বলেন, ‘মেধা তালিকায় থেকেও যারা সাক্ষাৎকারে উপস্থিত হয়নি তারা উপযুক্ত কারণসহ আমাদের কাছে লিখিত আবেদন করলে তাদের আবার সুযোগ দেওয়া হবে। ‘
‘বি’ সমন্ময়কারী সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটে দু’দিন সাক্ষাৎকারে মোট ২৪৬ জন শিক্ষার্থী অংশ নেন। ‘বি’ ইউনিটে মেধা তালিকায় মোট ৬৪৭ জন শিক্ষার্থীকে রাখা হয়। যেখানে ৪০১ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকেন।
‘বি’ ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড দেবাশীষ শর্মা জানান, আমরা ১০ জানুয়ারি আবার সাক্ষাৎকার নেব। অনুপস্থিত শিক্ষার্থীরা সেদিন সাক্ষাৎকারে উপস্থিত থেকে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
‘সি’ ইউনিট সমন্ময়কারী সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে দু’দিন সাক্ষাৎকারে মোট ৯৭ জন শিক্ষার্থী অংশ নেন। ‘সি’ ইউনিটে মেধা তালিকায় মোট ৪৪৩ জন শিক্ষার্থীকে রাখা হয়। যেখানে ৩৪৬ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।
‘সি’ ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড রুহুল আমীন বলেন, আগামী ০৯ জানুয়ারি আমরা আবারও সাক্ষাৎকারের নোটিশ করেছি। যারা উপস্থিত হননি, তারা উপস্থিত হয়ে ভর্তি হতে পারবেন।
Discussion about this post