শিক্ষার আলো ডেস্ক
মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে ক্যাম্পাস বন্ধের বিষয়ে বিশেষজ্ঞদের মতামতের বিপক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী।
সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অনলাইন জরিপ চালিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জরিপে অংশগ্রহণ করেন ১ হাজার ২৭০ জন শিক্ষার্থী। যেখানে ১ হাজার ১৪৩ জন শিক্ষার্থীই চান না পুনরায় ক্যাম্পাস বন্ধ হোক।
শিক্ষার্থীরা বলছেন, ইতোমধ্যে করোনা মহামারিতে ছিন্ন বিচ্ছিন্ন তাদের শিক্ষাজীবন। প্রায় ২ বছর শিক্ষাজীবন থেকে চলে যাওয়ায় অনেকেরই জীবন কাটছে এখন হতাশা আর অনিশ্চয়তায়। কোভিড পরবর্তী সময়ে প্রায় ৩ মাসের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ৩ মাসে কেভিড-১৯ এ আক্রান্ত শিক্ষার্থীদের সংখ্যা নেই বললেই চলে।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে বিশেষজ্ঞরা যেসব মতামত দিয়েছেন সেটি সার্বিক দিকে বিবেচনা না করেই দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন অধিকাংশ শিক্ষার্থী।
তবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, ক্যাম্পাস বন্ধের চিন্তা আপাতত নেই। শিক্ষার্থীরা এমনিতেই পিছিয়ে আছে। তাই আমরা চেষ্টা করছি ক্লাস পরীক্ষাগুলো দ্রুত নিয়ে নিতে। তবে সরকারি সিদ্ধান্ত পেলে এবং ওমিক্রনের অবস্থা খুব খারাপ হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Discussion about this post