নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সি ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণের তারিখ জানিয়েছে কর্তৃপক্ষ। অনলাইনের মাধ্যমে বিভাগ পছন্দক্রম পূরণের সময়সীমা আগামী ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি (রাত ১১:৫৯ মিনিট) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার মেধাক্রম ৮০১ থেকে ১৫০০ পর্যন্ত শিক্ষার্থীদের এই তারিখের মধ্যে পছন্দের বিভাগ পূরণ করার নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১১ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি (Core Committee) এর ২৯তম সভার সিদ্ধান্তক্রমে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে C ইউনিটে সাধারণ আসনে মেধা তালিকায় উত্তীর্ণ (মেধাক্রমঃ ৮০১ থেকে ১৫০০ পর্যন্ত) শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ পছন্দক্রমঃ (Choice List) পূরণের সময়সীমা আগামী ১৬ জানুয়ারী ২০২২ থেকে ১৯ জানুয়ারি ২০২২ তারিখ (রাত ১১:৫৯ মিনিট) পর্যন্ত নির্ধারণ করা হলো।
উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত মেধাক্রমের (মেধাক্রমঃ ৮০১ থেকে ১৫০০ পর্যন্ত) শিক্ষার্থীরা C ইউনিটে অনলাইনে বিভাগ পছন্দক্রমঃ (Choice List) পূরণ করতে পারবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রমঃ (Choice List) পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তির প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
এ সম্পর্কিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://www.admission.cu.ac.bd) পাওয়া যাবে এবং প্রয়োজনে হেল্প ডেস্কে যোগাযোগ করা যাবে।
Discussion about this post