শিক্ষার আলো ডেস্ক
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির দাবিতে সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে টানা তৃতীয় দিনের মতো আজও শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
আজ বুধবার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভর্তিচ্ছু ৬১ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এতে অংশ নিয়েছেন। সেসময় তারা স্কুলের সামনের সাভার থানা রোড বন্ধ করে দেন।
অবস্থানরত অভিভাবকেরা গণমাধ্যমকে জানান, তাদের সন্তানরা ওই স্কুলে প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করেছে। শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি শেষ করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে এটাই নিয়ম। আগেও এই নিয়মেই শিক্ষার্থীরা ভর্তি হতো।
এবার ৬১ শিক্ষার্থী সেখানে ভর্তি হতে পারছে না উল্লেখ করে তারা আরও জানান, বিভিন্ন মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় ভর্তির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু, ভর্তি না করায় সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই তারা রাস্তায় নেমেছেন।
অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করাতে হয়েছে। লটারির মাধ্যমে যারা সুযোগ পেয়েছে তারাই ভর্তি হতে পেরেছে। আমরা সরকারি সিদ্ধান্তের বাইরে যেতে পারি না।
Discussion about this post