নিজস্ব প্রতিবেদক
প্রভোস্টের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আন্দোলনরত ছাত্রীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর আশ্বাসে হলে ফিরেছেন।
রাত ১১টা থেকে আন্দোলন শুরু করেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা। তারা প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পতদ্যাগ দাবি করেন। পরে ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এতে বিভিন্ন হল থেকেও শিক্ষার্থীরা এসে আন্দোলনে সংহতি জানান।
আন্দোলনরত ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন সময় হলটির বিভিন্ন সমস্যা নিয়ে প্রভোস্ট জাফরিনকে জানানো হলে তিনি সব সময় তা এড়িয়ে যেতেন। সমস্যা সমাধান না করে তিনি ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করতেন। সর্বশেষ আজকে এসব বিষয়ে নিয়ে প্রভোস্টের সঙ্গে তাদের বসার কথা ছিল। কিন্তু তাকে বসার জন্য ফোন করা হলে তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দেন। এরপর থেকে ছাত্রীরা জড়ো হয়ে আন্দোলন শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত বিশ্ববিদ্যালয়টির নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রী জানান, আমরা হল প্রভোস্টকে সমস্যার কথা জানালে তিনি সমস্যা সমাধান না করে আমাদেরকে হল থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে দেন। আমরা আর হলে যাবো না। আমরা উপাচার্য স্যারকে সমস্যার কথা জানাতে চাই।
মূলত ছাত্রীরা দুই দাবিতে এদিন রাতে অবস্থান নিয়েছিলেন। প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা, প্রভোস্ট বডির অন্য বাকি সকল সদস্যদের পদত্যাগ ও বিগত দিনে তাদের সঙ্গে ঘটে যাওয়া আচরণের জন্য তাদেরকে দুঃখ প্রকাশের দাবি জানান তারা।
পরে রাত আড়াইটায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাসভবন থেকে বের হয়ে ছাত্রীদের কথা শুনেন। আজ শুক্রবার বেলা ১১টায় পুনরায় ছাত্রীদের সাথে বসবেন বলে জানান তিনি। দাবি পূরণে তিনি ছাত্রীদের আশ্বাস দেন। এরপরই ছাত্রীরা হলে ফেরেন।
এদিকে বৃহস্পতিবার রাত ৮টার পর হলের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীরা রিডিং রুমে আলোচনা করেন। আলোচনা শেষে সিদ্ধান্তগুলো হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজাকে ফোনে কল করে জানান। এসময় শিক্ষার্থীরা তাকে হলে আসতে বললে তিনি অপারগতা প্রকাশ করেন। বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা ।অভিযোগ করে বলে ওই হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
রাত সাড়ে ১০টায় বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনে অবস্থান নেন ওই শিক্ষার্থীরা। পরে সাড়ে ১১টায় বিক্ষোভ সহকারে ভিসির বাসভবনের মূল ফটকের সামনে এসে অবস্থান নেন । এসময় নানান স্লোগান দিয়ে গোটা এলাকা তাদের নিয়ন্ত্রনে নিয়ে নেন। এব্যাপারে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা বলেন, আমি অসুস্থ। আমার বর্তমান শারীরিক অবস্থা ছাত্রীদের জানিয়েছি। তাদের সঙ্গে পরে আলোচনার কথাও বলেছি। এমনকি এ বিষয়ে হলের অফিসিয়াল ফেসবুক গ্রুপেও একটি পোস্ট দেওয়া হয়।
জাফরিন আহমেদ লিজা আরো বলেন আমি কারো সাথে কোন খারাপ বা অশোভন আচরণ করিনি। কিন্তু ছাত্রীরা হঠাৎ কেন এমন করছে, তা বুঝতে পারছি না। আমার শরীরটা ভাল লাগলেই তাদের সঙ্গে কথা বলবো।
এ ব্যাপারে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমি সব কিছু কাল শুনে তাদের সকল সমস্যার সমাধান কল্পে আলোচনা করবো। তাদেরকে শান্ত থাকতে বলেছি।
Discussion about this post