নিজস্ব প্রতিবেদক
ছাত্রীদের তীব্র আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন লিজাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে, ওই হলের ছাত্রীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবিরউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্দোলনরত ছাত্রীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এই দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। ওই হলের প্রভোস্ট করোনায় আক্রান্ত হয়ে ছুটিতে রয়েছেন। তার পরিবর্তে সহকারী প্রভোস্ট জোবেদা কনক খানকে ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার বেলা ১২টার দিকে আন্দোলনরত ছাত্রীরা উপাচার্যের কার্যালয়ে গিয়ে ৩ দফা দাবি তুলে ধরেন। এসময় ছাত্রীরা তাদের হলের আবাসন সমস্যার কথা উপাচার্যকে জানান এবং এর প্রতিকার চান। উপাচার্য তাদের দাবির বিষয়ে আশ্বাস দিয়েছেন। তবে এতে সন্তুষ্ট নয় ছাত্রীরা।
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ছাত্রীরা হলের সমস্যার কথা জানিয়ে উপাচার্যের বাসভবনে সামনে অবস্থান নেন। পরে রাত আড়াইটায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাসভবন থেকে বের হয়ে ছাত্রীদের কথা শুনেন। এরপর উপাচার্য ছাত্রীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে বসার আশ্বাস দিলে রাতে তারা হলে ফিরে যান।
ছাত্রীদের তিনটি দাবি হলো- দায়িত্বহীন প্রভোস্ট কমিটিকে পদত্যাগ করতে হবে; অবিলম্বে হলের যাবতীয় অব্যবস্থাপনা নির্মুল করতে হবে এবং হলের সুস্থ স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে; অবিলম্বে ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দিতে হবে।
Discussion about this post